মারীর আবহ,জাতির সংকটকালে
এসেছে,দেখো,শিল্প গোষ্ঠীর কর্ণধার        
ক্ষমা গুনে মহীয়ান অভিমান ভুলে
নজির গড়ছে অনন্য মানবতার।
করোনার আবহ,মুমূর্ষু রোগীদের
রোগ নিরাময়ে অক্সিজেন দরকার।  
সীমিত যোগান,কালো কারবারিদের    
বেড়েছে দৌরাত্ম্য,চারদিকে হাহাকার।
তবে কি মানবতার বিলুপ্তি ঘটছে?
না,দেখো,পাশেই দাঁড়িয়ে চিরকুমার
রতন।ব্যস্ত,অক্সিজেন যোগান দিচ্ছে।  
মানবতার নিদর্শন দেখছি তার।
সে মহামানব!দেশ সেবায় অনন্য
নজির গড়ে জীবনকে করছে ধন্য।