আগেও ভারতের মুকুটে বহু পালক জুড়েছিল
চন্দ্রাভিযান সফল হতেই নতুন পালক জুড়লো।
'বিক্রম' পৌঁছলো চাঁদের দক্ষিণ মেরুতে
চাঁদের মাটি ছোঁয়ার অবিস্মরণীয় মুহূর্তে
প্রথম নজির গড়ে দেশবাসীরা আনন্দে জড়ালো।


ইসরোর বিজ্ঞানীরা ছিল এ মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
বিশ্ববাসী দেখলো তারা পৌঁছলো সাফল্যের চূড়ায়
তাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফসল
দীর্ঘদিনের সংঘবদ্ধ প্রচেষ্টায় হয়েছে সফল
এখন বিজ্ঞানীরা অজানা তথ্য উদঘাটনের অপেক্ষায়।


'বিক্রম' চাঁদের মাটিকে ছোঁয়ার সাথে সাথে
যারা চেয়েছিল এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে
তারা অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো
ভারতের মুকুটেও নতুন পালক জুড়লো
সমগ্র ভারতবাসীরা উঠলো উৎসাহে মেতে।


তখনো 'প্রজ্ঞান' ছিল ল্যান্ডর বিক্রমের উদরে
সবার নজরে বিজ্ঞানীদের নির্দেশে সে কী করে?
প্রজ্ঞানও ছিল সেই নির্দেশ পালনের অপেক্ষায়
বিজ্ঞানীদের নির্দেশ পেয়ে সেকাজে দিলো সায়
এখন দেখার কত রহস্য উদঘাটিত হতে পারে।