রোগ শয্যায় কাতর যখন আপন জন
             রক্ত লাগবে বাঁচিয়ে রাখতে প্রাণের ধন
                 ভেবে চিন্তে কি বলতে পারো
                 কাদের রক্ত গো খোঁজ করো?
             এমন কাল সবার জীবনে আসে যখন
            কোন ভাবনা মনের গহিনে জাগে তখন?


          হিন্দু,মুসলিমের রক্ত কিনা ভাবনা ছেড়ে
          সবাই তখন কোন গ্রুপ নিয়ে ভেবে মরে?
                  জাতি-ধর্মের বিভাগ নয়
                  রক্তের বিভাগ গণ্য হয়  
        আপৎ-কালে জাতি-ধর্ম সব পিছিয়ে পড়ে
          মানবতার বন্ধন ঠাঁই পায় বিশ্ব জুড়ে।