চেয়ে দেখি রোজ কত লোক যায় কোর্টে
মনে হয় এই সময়টা সুবিধার নয় মোটে
হাটের চেয়েও বেশি ভিড় লেগে আছে
ভাবি বেঁচে আছি তবে এ কোন দেশে?
এতো মানুষ রোজ ভিড় জমায় কি হাটে?


দুঃসময়ে মানব জমিন পুড়ছে খরায় বটে
দাউ দাউ করে জ্বলছে রোজ দিনে রাতে
এভাবে পুড়ে ছাই হবে কত আর?
এসব দেখে ক'জন জানায় ধিক্কার?
সুবিধাভোগীরা আগুনের ঘি ঢালতে মাতে।


আগুন নেভাবে কি শুধুই আইন আদালত?
সেখানেও আছেন যারা সবাই কি আর সৎ ?
ঘুঘুরা খোঁজে নাকি আইনের ফাঁক?
অসৎদের হয়েই বাজায় নাকি ঢাক?
চাকা পাঁকে পড়লে দাঁড়িয়ে যায় নাকি রথ?