শত শত শিল্পীর মেধার সাথে    
সৃষ্টির অশেষ উদ্দীপনার বশে    
ঝুঁকিপূর্ণ লগ্নি ও অক্লান্ত শ্রমের    
বিনিময়ে চলচ্চিত্র স্বরূপে আসে।  


মানুষের বিনোদনের পাশাপাশি
চেতনা বিকাশের অন্যতম এই  
মাধ্যম হিস্টিরিয়া রোগ ভোগে
ছটপট করছে প্রত্যহ দিবানিশি।    


যথানিয়মে সংরক্ষণের অভাবে  
হারাধনের দশ সন্তানের মতো  
অজস্র অমূল্য মূল ফিল্মগুলোর
যেন গঙ্গা প্রাপ্তি ঘটছে নিয়ত।  


কবে ঘুচবে সচেতনার অভাব
অমূল্য মেধা-সম্পদকে যতনে
সুরক্ষিত রাখার লাগি’যথাযথ
সংগ্রহশালা,পেশাদারের অভাব?