ভেঙেছে মাস্তুল, ছিঁড়েছে পাল।
বেহাল দশায় পড়ে রয়েছি এই
সাগর তীরে। মৃত্যুশয্যায় কেউ
নেই ধারেকাছে যে এসে একটু
খোঁজ করে।
কালসাগরে ঝড়ে যখন নাকাল,
ভয়ঙ্কর ত্রাস ধাক্কা দিলো বুকে,
একটু সাহায্য চেয়ে অজস্র বার
ডেকেছি গলা ছেড়ে।
হায়রে, কালসাগরে ঝড় এলে
কত কী ঘটতে পারে!
দেখেছি পাশ দিয়ে হাত নেড়ে
চলে গেছে বহু তরণী যাত্রীদের
নিয়ে। কেউ সাহায্যের হাত টি
একবারও বাড়ায়নি।
বেড়েছে অভিজ্ঞতা, বুঝেছি এখন
বাস্তবতা, অযথা হাত বাড়ায় না
স্বার্থের দুনিয়াটা। নিঃস্বার্থরা তাই
খাচ্ছে কালের ঝাপটা।
ভাবছি, তবে কি বিলুপ্তির পথেই
মানবতা? চারদিকে তমসা ঘেরা
গাঢ় অন্ধকার। বুঝেছিল হয়তো
সীতাদেবী পাতালে প্রবেশ ছাড়া
আর গতি কি?
দুঃখ করে লাভ কী? মেনে নিতে
হবে এখন বাস্তবতা। মৃত্যুশয্যায়
হারানোর কী আছে?