ভাবিনি আগে সমাজে এমন দুর্গতি দাঁড়াবে
দানবেরা সাধারণ জনগণদের নিগড়ে খাবে।
বসুন্ধরা এই সময় কি এতোই অন্ধ
দেখতে পায় না সমাজে ভালোমন্দ
জনগণের কষ্ট বুক চিরে কি দেখাতে হবে?


মহামায়া, দানবেরা করেছে ক্ষমতা কুক্ষিগত
সাধারণ জনগণ ওদের কর্মকাণ্ডে ভীতসন্ত্রস্ত।
ওরা যেভাবে ছোটাচ্ছে ওদের রথ
জনগণ খুঁজে পায় না মুক্তির পথ
বলবে দেবী, তারা দুর্ভোগ সইবে আর কত?


হে দেবী, তোমার অকালবোধন হলেও হোক
এই কান্ড দেখে কেউ যদি ঢোক গিলে গিলুক
তুমি এখন নেমে এসে এই বসুন্ধরায়
দেখো পথে বসে আছে কত অসহায়
তোমার করুণায় তাদের এই দুর্গতি দূর হোক।