খেলা শুরুর বাঁশি তো বাজালো রেফারি
তড়িঘড়ি মাঠে নামা তো দূরে থাক
কি জানি খেলবে যারা শুনলো কিনা সেই ডাক?
এতো সময় পরেও তারা ভাবছে নাকি,'কি করি?'
এ এক নতুন খেলা
জমে ওঠে সন্ধ্যাবেলায়।
যারা খেলবে না বলে মুখ ফিরিয়ে আছে বেঁকে
এখনো কি ডেকে আনতে হবে সকলকে?
রেফারি বলছে হেঁকে ডেকে
মুখ ফিরিয়ে আছে কে কে?
এখনো যারা গ্যালারিতে চুপ করে বসে আছে
তারা ভুলে গেছে মশাই মশাই করার দিন পেরিয়েছে?
ভুলে গেছে?-তাদেরও যে খেলতে হবে?
একথা বুঝবে আর কবে?
নতুন খেলার স্বাদ চেটেপুটে নেওয়া দূরে থাকুক
এ খেলার মজা নাইবা বেশি লুটুক
মাঠে নেমে তাদেরও তো খেলতে হবে
এ খেলা খেলবো না বললে হবে?
এ খেলায় নতুনত্ব আছে
যারা দেখেছে হাততালি কি কম দিয়েছে?
এ খেলা দেখার পরে তাদের ঘুম আসে না
রোজ ঘুমের ঘোরেও বলে এ খেলা তো মন্দ না
ভাবছো কিভাবে পুরস্কার আনতে হবে বাগে?
শোনো, রেফারি বাজালে বাঁশি
তার মুখেই ফোটে শেষ হাসি
যে পিছন ফিরে না দেখেও পিছিয়ে যায় আগে।
ভাবছো, তবে আর বসে থেকে কী হবে?
এই নূতন খেলার মজা লুটবে কবে?