ও রে, তোরা মজে আছিস কোন ভাবে?
তোদের এ ভাব ভাঙবে কবে?  ঠুক ঠুক
শব্দ হলো। দেখলি না,ভাঙ্গলো কিনা এ
কলশির কানা।
ও রে, তোরা এসে দেখে যা ঘটলো এ কী
কাণ্ডখানা। এ মন্দিরের দুধ পুকুরে হাজার
কলশি জল ঢাললি বটে, তবু তো পুকুরের
বিন্দুবিসর্গও ভরলো না।
তোরা দেখে যা এ পুকুরে জল ছিল যা
সেটাও এখন রইলো না। সব জল চুয়ে
কোথায় গেল, সেও খোঁজ করলি না।
ও রে, কলশি কাঁকে তোরা আরও জল
ঢেলে যা সকাল বিকাল এ দুধ-পুকুরে।
আয় সবে এ পুকুর ভরাতে হবে কানায়
কানায়।