বইছে মলয় বাতাস
তবে মা‌ঝে মাঝে থমকে যাওয়া দেখে
তার স্থায়িত্ব নিয়ে জাগছে সংশয়।
যেভাবে আকাশে জমছে কালো মেঘ
দেখে মনে হয় সমগ্র আকাশ
কালিমালিপ্ত হতে আর বেশি দেরী নেই।
এই ভাবনা মনের অন্তরে দেখা দেয় ইতিউতি
তবে কি নিঃশব্দে নীরবে চলছে ঝড়ের প্রস্তুতি?
সামগ্রিক ঘটনাবলী দেখে মনে হয়
মলয় বাতাসও সংশয়ের ঊর্ধ্বে নয়
তাকেও বসতে হবে পরীক্ষার মুখোমুখি
সন্দেহ জাগে সে এ বিষয়ে কতটা প্রস্তুত?
তারও কি পরীক্ষায় বসতে ভয়?
কি জানি সেই যথার্থ সময় ঘনিয়ে এলে
সে করবে কী?