ঘুরলো তমাল বৃহৎ হাটে      দেখা মিললো বাবুর সাথে
            ছিলেন তিনি নিজের রথে।
হাসেন বাবু গোঁফের ফাঁকে     ঘাড়টি নাড়েন চারিদিকে
           তমালকে বলেন সেই সাথে
দেখছি অবিকল হাড়গিলে      চেঁচাবি নাকো খিদে পেলে  
            চেঁচালে কশাবো দুই গালে            
বসিয়ে তোকে নিজ কোলে     মাদক ঢালবো তোর গলে
            পড়বি তখন অথৈ জলে।        
করবো তোর মগজ ধোলাই     যা শেখাবো তা করা চাই    
            দেবো জব্বর দাবার চাল    
মাদকতা শেষে খুঁজবি পতি     মিলবে না খুঁজে দিবারাতি
            পেতে রেখেছি শতক জাল।
যেসব তোতা যাচ্ছে ডাকি’       সেসব মোর পোষা পাখি
            তাদের মুখে দিই চুষিকাঠি
‘নিমক হারাম’ যাকে দেখি       বোঝাই তার মরণ বাকি  
            দেখাই তাকে মরণ কাঠি।
বোকারা আজ লড়াই করে      রয়েছে তারা ভীষণ ঘোরে
            প্রতিবাদী কেহ পাবেনা ঠাই  
বলি,মুখ বুঝে থাকবি তাই      লুটে খাব সব মণ্ডা মিঠাই
            সুখ শয্যায় কাটাতে চাই।