শোনো, বলছে এ কামার
সে দেশটা নাকি তারি বড় মামার
সে দেশে ছড়িয়ে আছে যেসব ক্ষেত খামার
ভাবছো নাকি সে সবের মালিকানা কার?
শোনো, বলছে এ কামার
সেসবও নাকি তার মামার।
খইল-ভুষি খাইয়ে পোষে সে বহু গোরু-বাছুর
গ্রীষ্মে সেগুলো গায়ে মেখে রোদ্দুর
ভ্যা-ভ্যা করে চেঁচিয়ে মরে সারা-দুপুর।
শুনেছে সে তার মামার কাছে যদ্দুর
গাছে গাছে ঝোলে ও তারি পোষা বাদুড়
জানা আছে কি এ কাণ্ড খানা
সেগুলোর চোখে দিনের আলো সয় না
তাই দিনে আঁধার গণ্ডিতে ওদের ঠিকানা।
বলছে মামা, এমন হলে মোটেই মন্দ না।
দেশ চালানো যায় নির্ভাবনায়
ঘর গোছানোও যায় সারাদিন
কেউ করে না একটুও মিনমিন।
হলো কী? মাথাটা করছে কি চিন চিন?
ভাবছো ওদের আসবে কি সুদিন?
বলি, সে ভাবনা ছেড়ে বাজাও বীন
দেখবে চারদিক কত রঙিন!