চারদিক নিস্তব্ধ বেশ
এ যেন আশার ঝাঁপি চাপা দেওয়া
ঘুমানোর জন্য আদর্শ পরিবেশ।
এই অবস্থায় কালপেঁচার ডানার ভেতর
অকাতরে ঘুমচ্ছে সমাজ!
ভাবতে অবাক লাগলেও এই অবস্থা
দেখা যায় কখনো কখনো,যেন চিরশান্তির
আশায় সমাজ পৌঁছে গেছে অমরাবতী!
সমাজপতিদের অবস্থা?
পা ছোঁয় না মাটি,তারা গগন বিহারী,
রাতদিন খাটায় জারিজুরি।
জনগণ বুকের ভেতর পাথর চাপা ক্ষোভ
বয়ে বেড়ায়,তবু জ্বলে ওঠে না বারুদের মতো
দহন ক্ষমতা থাকলেও শান্তিকে দেয় প্রাধান্য।
প্রকৃতির ধর্মকে মান্যতা দেওয়ার চেষ্টা!
সেটুকু আশার আলো হলেও
বলো,সইতে পারে কত অবহেলা?
ক্ষোভ ক্রমাগত বেড়ে জ্বলনাঙ্কে পৌঁছায়
আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়,
জ্বলে ওঠার পূর্বাভাস!
তাকিয়ে দেখো আকাশের দিকে,
মনে হয় সেই সময় আসন্ন।