এ হলো কী? থর থর করে কেঁপে
উঠলো মথুরা। সেখানকার রাজার
রাজসিংহাসন ও।
ভূমিকম্প?-নাতো। তবে হলো কী?
কে যেন শুনিয়ে গেল কানে কানে,
'যুবরাজ কংসের মনে ছিল দুর্মতি,
ঘোর অভিসন্ধি।
সে মথুরার রাজা হওয়ার লালসায়
তার শ্বশুর মগধের রাজা জরাসন্ধের
সাথে যোগসাজসে নিজের পিতাকে
ক্ষমতাচ্যুত করে পাঠালো কারাগারে।
হায়রে, ক্ষমতার লোভে মানুষ কত কী
করতে পারে!
ভাবলো কংস তার সিংহাসন হলো
কন্টক মুক্ত।
আগন্তুক আরো শোনালো, কংস রাজা
হয়ে সিংহাসনে বসে করলো বসুদেবের
সাথে নিজের ভগিনী দেবকীর বিবাহের
বন্দোবস্ত।
বিবাহ পর্বে শুনলো দৈববাণী, 'দেবকীর
অষ্টম সন্তান বধিবে তোমাকে'।
একথা শোনার পরে সে কেঁপে উঠলো
ঠকঠক করে।
তারপর সে আর চুপ থাকতে পারে?
সে নাকি নেমে পড়লো কন্টক মুক্ত
করতে তার রাজসিংহাসন। বসুদেব
ও ভগিনী দেবকীকে পাঠালো এক
কারাগারে।
রাজা এখানে থেমে থাকেনি। সে তার
ভগিনীর পরপর ছয় সন্তানকে জন্মের
পর দেবকীর কোল থেকে কেড়ে নিয়ে
তুলে দিলো ঘাতকের হাতে।
ঘাতককে নির্দেশও দিলো এই শিশুদের
পাথরে ছুঁড়ে মেরে ফেলতে।
সাক্ষাতে তাকে জিজ্ঞেস করার বাসনা
জাগে,'রাজা ঘটালে এ কী কাণ্ড?
একবারও ভাবলে না, কত কী ঘটতে
পারে ছাড়ালে কারো সহ্যের সীমা?
এই শিশুদের নির্মমভাবে হত্যা করতে
বাঁধেনি কি বিবেকে?
পরের ঘটনাবলী? -বলরাম ও কৃষ্ণের
জন্ম বৃত্তান্ত।
বলরামের জন্ম? সে খুবই রহস্যাবৃত।
সেই যুগে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত
ছিল, কে জানে! যাক গে নাইবা বলা
হলো সেই জন্ম বৃত্তান্ত।
এবার দেবকীর সেই অষ্টম সন্তানের
পালা। শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। সে ও
রহস্যে ভরা।
রাজাকে সাক্ষাতে জিজ্ঞেস করার ইচ্ছা
আছে বৈকি, 'বলবে রাজা, কে সেই
যোগমায়া যাকে ভগিনীর সন্তান ভেবে
দেবকীর কোল থেকে ছিনিয়ে নিলে?
শুধু কি তাই, তাকে ঘাতকের হাতে
তুলে দিতে পারলে অবহেলায়?
তাকে নির্দেশও দিলে এ শিশুকন্যাকে
হত্যা করতে পাথরে নিক্ষেপ করে।
রাজা, মনে কি পড়ে তাকে পাথরে ছুঁড়ে
বধ করতে গেলে ঘটলো কী কান্ড?
শুনলে কি দৈববাণী?
হয়তো হতচকিত হলে দৈববাণী শুনে,
'তোমাকে বধিবে যে সেজন এখন
বাড়ছে গোকূলে।'
তারপর? গোকূলে সেই শিশুর তথ্য
তল্লাসে পাঠালেও তোমার বিশ্বস্ত বহু
অনুচর। শিশুটিকে খুঁজে পেতে কম
চেষ্টাও করোনি, কিন্তু তার টিকিরও
দেখা পাওনি। জুটলো ব্যর্থতা।
রাজা, রাজসিংহাসন ও ক্ষমতা ধরে
রাখতে অবশেষে যজ্ঞের ও ব্যবস্থা
করলে।
সেখানে দেবকীর অষ্টম গর্ভের সেই
নাবালক পুত্র শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে
জড়িয়ে নিজ মৃত্যুকে ডেকে আনলে?


  (মহাভারতের কাহিনী অবলম্বনে)