না-বলে পারি না, মাধবীলতা!
রাতারাতি বেড়ে ওঠার অভিলাষে
হেসে খেলে নিত্য নতুন উদ্যমে
ক্রমেই বাড়াও অঙ্গ-সঞ্চালনা।
হয়তো নিজের সামর্থ্য কতটুকু
সেও যাচাই করো না
হয়তো মনকে সংযত করতে ইচ্ছা হয় না।
অভিলাষ মেটাতে যখন হাত বাড়াও উপরে
রাতারাতি ছড়িয়ে পড়তে চাও বিস্তীর্ণ অঞ্চলে
আকাশ ছুঁতেও ইচ্ছা করে
হয়তো তখন সংকট শিয়রে।
হায়রে, অভিলাষ যখন মনের দুয়ারে
ঠক ঠক করে কড়া নাড়ে
ভাবো না কালের নিয়মে কত কী ঘটতে পারে!
ওই দেখো আকাশ ঢাকছে থরে থরে কালো মেঘে
অশনি ফুঁসছে রাগে
কে জানে তাকে বাগে আনা সম্ভব কিনা
কেননা বাড়ছে ঝড়ের সম্ভাবনা।
বলো, ভেবেছো করবে কী আমফান ঝড় এলে?
পারবে কি রাখতে নিজেকে সামলে?