দেখেছি সাজঘর থেকে ছুটে এসে কলাকুশলীরা
পা রাখলো রঙ্গমঞ্চে জেলে ও জেলেনির বেশে
কত গুলি কাক ও ছিল সাথে তাদের আশেপাশে।


কিছু প্রাপ্তির আশায় পাশে বসে কা কা করে
দাবী জানালো অনাহার ক্লিষ্ট কাক রা।ভাগ্যের
বিড়ম্বনা।এই মাগ্যি কালে পচা গলা মাছও
ওদের কপালে জুটলো না।
কুশীলবদের অভিনয়ের পটু তায় কতিপয় দর্শক
আনন্দে আপ্লুত।অতিশয় আতিশয্যে মঞ্চে উঠে
এসে তারা কলাকুশলীদের সাথে হাত মেলালো  
খেয়ালের বশে অনবরত।
দেখেছি বহু দর্শক করেছে ঠেলাঠেলি।ক’জন
মাটিতে পড়ে খেয়েছে গড়াগড়ি।নাটকের এই
বেহাল দশায় আলোক শিল্পীরা মঞ্চের আলো
নেভালো তড়িঘড়ি।
দর্শকের আসনে বসে কতিপয় দেখেছে সেই
রঙ্গ তামাশা।তারা ভেবেছে এই নাটক শেষে
এর সাফল্য বুঝে নিতে উদ্যোক্তারা উপস্থিত
দর্শকদের মতামত কে করবে কি ভরসা?
ভোটের ব্যবস্থা হলে এই দর্শকদের হাতগুলি
নাকি কাঁপবে না কোনমতে ভোটের মেশিনে  
পৌঁছে না-পছন্দের বোতাম টা টিপতে।