কাকাতুয়া শোনালো আজ সাত সকালে
'কেউ কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমলে
কে বলতে পারে কী হতে পারে?
ঘোর বিপদ ও নাকি ঘনিয়ে আসতে পারে শিয়রে'।
বললো পাখি,'কোনও এক মাটির চালা ঘরে
রাতের অন্ধকারে বহু ইঁদুর ঢুকে পড়ে
ঘুরঘুর করছে সারা ঘর জুড়ে, এমনকি দিন দুপুরে।
ওরা চালা ও কম করেনি, গর্তের মুখ কম দেখি না
কতগুলো আছে গুনে দেখাও মোটেই সহজ না।
ইঁদুর গুলোর কোনও টা নেংটি, কোনও টা ধেড়ে
একটু শব্দ হলেই ওরা ফুড়ুৎ করে গর্তে ঢুকে পড়ে
কে জানে, গর্তের ভেতর যায় কতদূর?
আর গর্তগুলো পৌঁছলে কোনও টানেলে
সেটি দেখতে কি যেমনটা হয় হাতির শুঁড়?
এখন এই ঘরে কারো চলাই দায়
গর্তে পা ঢুকলে বাবুমশাই আর যায় কোথায়?
তাকে, কে তুলতে যাবে টেনে হেঁচড়ে?
কে বলতে পারে, যে যাবে
পা হড়কে সে গর্তে পৌঁছবে গিয়ে কত দূরে'?