অগতির গতি, ডাক্তার বাবু!
গভীর রাতে যখন ঘরে লাগলো আগুন
নিমেষে ঘর জ্বলে উঠলো দাউদাউ করে
যারা তখনো সজাগ ছিল বুঝলো সংকট শিয়রে
তৎক্ষণাৎ যারা ঘুমিয়ে ছিল তাদের উদ্দেশ্যে
'ঘরে লেগেছে আগুন, ঘর ছেড়ে বেরিয়ে আয় সকলে'
বলে তারা গলা ছেড়ে চিৎকার করে
ডাকাডাকি করলেও এই রোগীর ভাঙেনি ঘুম।
পরিণতি? তার শরীর অনেকাংশে হয়েছে অগ্নিদগ্ধ।
এই রোগীকে চিকিৎসার উদ্দেশ্যে
আপনার কাছে আনতে গিয়েও পড়েছি সংকটে,
পথে ব্যাপক যান জট
রাস্তার মোড়ে মোড়ে লেবেল ক্রসিং- এ
সিগন্যালের বাতি-স্তম্ভে জ্বলেছিল লাল বাতি
তাই পথে হলো দেরি।
এখন সে ক্রমাগত তুলছে ঊর্ধ্বশ্বাস
হয়তো তার শরীরে চেপে ধরেছে একরাশ যন্ত্রণা
কেননা সে এখন হাত-পা ও করছে, ছোড়াছুড়ি
কে জানে, হলো কি তার বাড়াবাড়ি!
ডাক্তারবাবু, আর যেন না হয় দেরি
প্লিজ, তার নাড়ি টিপে দেখুন
এই রোগী বাঁচবে কি?