শ্যামলী,এবার তুমি একটু আলতো
ভাবে ভেবে দেখো,কল্পনায় আমরা
যেন হ্যামলিন শহরেই পৌঁছে গেছি।  
দেখো,রিপুদের মতো এখানেও বহু
অনিষ্টকারী ইঁদুর ছড়িয়ে পড়েছে।
ভাবতেও অবাক লাগছে তারা যেন
সমাজের ব্যাপক ক্ষয় ক্ষতি করছে
অসীম আনন্দে উল্লাসে।
শ্যামলী,তোমার কি নজরে এসেছে
অদূরে বাঁশি বাজাচ্ছে জনেক অজ্ঞাত
বংশী বাদক?দেখো,তার বাঁশির সুরে
মাদকতাও রয়েছে বেশ এবং অন্তরে
গেঁথে থাকছে সেই সুরের রেশ।তাই
মুগ্ধ হয়ে দূরদূরান্ত থেকে পঙ্গপালের
মতো অজস্র ইঁদুরও ছুটছে সেদিকে।
ভাবো,সে গানের সুরের কোনভাবে
একটুখানি ছন্দপতন হলেই কত কী
ঘটতে পারে চারদিকে।
শ্যামলী,সমাজে প্রেম ভালোবাসার
ক্ষেত্রেও প্রায়শ উভয় তরফে তেমন
ঘটনা ঘটছে আর এর ফলে তারই
ছন্দপতনে যে মাত্রাতিরিক্ত নারী
নির্যাতনও বাড়ছে সেই বিষয়ে বহু
সমাজ বিজ্ঞানীর মনে আর সংশয়
জাগছে না এখন।
শ্যামলী, নিঝুম অন্ধকারে নারী
নির্যাতনের সকল কারণ খোঁজা
হয়নি এখনও।তবে মুখ্য কারণ  
গুলোর একটি নিশ্চয় এই সময়ে    
জানতে পেরেছ ও ঠিকই বুঝেছ
সমাজে নারীদের নির্যাতন কেন
কালসাপের মতো ফণা তুলছে
এখনও।
তবে,আমরা যত কথাই বলি না
কেন,শ্যামলী,এ কথা চরম সত্য
সম্পূর্ণ দূষণ মুক্ত একটি আদর্শ
সমাজ নিছক কল্পনা মাত্র।
এই সময়,জেনে রাখো,যে কথাটি
তোমাকে বলবো সেটি দুঃখজনক
মনে হলেও আমার বলতে কোনও
দ্বিধা নাই,এ যুগে সমাজে শহীদ
মাতঙ্গিনীর মতো বীরাঙ্গনার বড়ো
অভাব,এটাই বাস্তব সত্য।
দেখো,সুযোগ্য নেত্রীর অভাবেই
সমাজে নারীদের দুঃখ কষ্টের
ক্ষত গুলির আরোগ্য যেন দুরস্ত,
বরং এ যেন বাড়ছে নিয়ত।