যুদ্ধে হার-জিত হতেই পারে
ভাবছো, এভাবে যোগ্য দল হারে তাই বলে?
দেখোনি বানরেরা ঘুরে বেড়ায় গাছের ডালে ডালে?
বলি, রণকৌশলে সব দল সমান দক্ষ নাকি?
যুদ্ধে জিততে সব দল সঠিক কৌশল নিতে পারে কি?
নবাব, করলে এ কী?
সেও খুলে বলতে হবে কি?
যুদ্ধে পাঠালে বটে বহু দক্ষ সেনা
তাই বলে, তাদের মাথার উপর মীরজাফর?
ঠিক তখনি মেঘ গুড়গুড় ডাকলো নাকি?
ভেবেছিলে, এই সেনাপতির উপর নির্ভর করলে
সহজ হবে যুদ্ধে জয়?
আত্মবিশ্বাস তোমার মন্দ না।
কে জানে, সেসময় তোমার মনে এলো কি
নারদ মুনি জেগে থাকতে পারে, বৈকি?
সে কী করতে পারে সেও মোটেই ভাবোনি?
আগেও সে কত কী করে দেখালো খবর রাখোনি?
ভাবলে না, তার থেকে পাবে কি নিস্তার?
সর্বনাশার কলকাঠিতে যুদ্ধে হারলে সেই দোষ কার?
ভাবো এবার, সে চুপ করে থেকেছে কবে?
সে কলকাঠি না-নাড়লে বিশ্বে এতো যুদ্ধ হতো তবে?
বলছে কাকাতুয়া, ‘ গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়
সে ঢেঁকিতে চেপে পৌঁছলো মীরজাফরের ডেরায়
তুমি এই যু্দ্ধে হারলে তার কী আসে যায়?
সে তার কাজ করলো যখন স্বমহিমায়
ভূকম্পন কম হলো কী?
তবু সেটি অনুভব করলে নাকি?
ঠক ঠক করে নড়ে উঠলো যখন ঘটি বাটি
মাটিতে পা ছিল কি?
নারদের কুট কৌশলে
দুর্বলদের কাছে হারতে হলো নাকি’?