দু’য়ে সমতূল হলেও অভিন্ন হয় কি বাস্তবে?
মনে হয় আদৌ না,
কোথাও না কোথাও ভিন্নতা থেকে যায়
যা যমজ সন্তানদেরও চিনিয়ে দেয়।
অভিন্ন মনে হলেও
রেসের ঘোড়ার মতো ছুটতে চেষ্টা করলেও
অভিন্ন বলা দুষ্কর, মুখ্যতঃ সামর্থ্যের বিচারে
প্রাচুর্য পারে না অভাব যা করে দেখাতে পারে
প্রাচুর্য মনের খিদে বাড়ায় কতটা?
তুল্যমূল্য বিচারে অভাবের চেয়ে অনেক পিছিয়ে
মনের খিদেই জীবনে সাফল্যের মুখ্য ভূমিকায়
নাটকের নায়ক যেন।