ও নর্তকী! সাদরে তোকে ডেকে এনেছি
নাচ দেখাতে রঙ্গমঞ্চেও তুলে দিয়েছি
তোর নাচের বাহার দেখবো বলে
ও হরি! তাল কেটেছে বারে বারে, তবু বাহবা দিয়েছি
নাচের মুদ্রা দেখাতেও কত যে ভুল করেছিস
কে জানে কোথায় নাচ শিখেছিস?
এসব দেখে মগজে তালগোল কি কম পাকিয়েছে?
এ নাচ দেখে সইতে না পেরে ক’জন হয়তো দিয়েছে শিস।
ও নর্তকী! মঞ্চে কত তো নাচ দেখালি
ভারতনাট্যম কত্থক ঝুমুর বিহু ভাংড়া কথাকলি
এবার কী দেখাবি? আছে কি আরও বাকি?
মঞ্চ ভাঙলো বলে! নেচে নেচে মঞ্চ যেভাবে কাঁপালি।
এবার না-হয় মঞ্চ থেকে নেমে পড়
খুলে যেতে পারে তোর সাজসরঞ্জাম আগলে ধর
ভুল যা হবার হয়েছে, এবার চল
তোকে পৌঁছে দিয়ে আসি তোর নিজের ঘর।