হলেও অদক্ষ, কী জানি ছিল কি মাদকতায় মত্ত!  
হয়তো চেয়েছিল মনের বাসনা করতে চরিতার্থ
গাড়ি চালানোর অদম্য ইচ্ছা জাঁকিয়ে বসেছিল মনে
কুক্ষণে সে নিজে হতে চায়নি একটু সংযত।
বাসনা, বানরের তৈলাক্ত বাঁশের শীর্ষে ওঠার মতো
ইচ্ছা পূরণে চেষ্টা চালালো অবিরত
গ্রহ বৈগুণ্যে জুটেছে যখন গাড়ীর চাবি
চালকের আসনে গিয়ে বসলো দক্ষ চালকের মতো।
টিপে দিলো গাড়ীর চাবি
তারপর? -গাড়ি চালাতে গিয়ে মাছেদের খাবি
খাওয়ার মতো উপক্রম
তবুও সে গাড়ি চালাবেই করে বসলো দাবী।
এখানেই থেমে থাকেনি
পথে বিপদ ঘটতে পারে সেকথাও ভাবেনি
বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে
ট্রাফিক সিগনালের নিয়মও মেনে চলেনি।  
পরিণতি যা হওয়ার তাই
শেষ রক্ষার কোনও উপায় নাই
অ্যাকসিডেন্ট করে একেবারে পুলিশের জালে
জেলের গারদ বাস থেকেও নিস্তার নাই।