বিগত বর্ষ বিদায় ও ইংরেজি নববর্ষ ২০২৪
তোমার আগমনের এই সন্ধিক্ষণে
কী জানি কোন শুভ বার্তা পৌঁছাচ্ছে কি জনমনে!
চারিদিক সাজিয়েছে অনেকে আলোর রোশনাই
বাড়িঘর ক্লাব রেস্তোরাঁয় জনগণের আর ঠাই নাই
সবাই জাগ্রত অনেকে বাজি বাদ্যযন্ত্র নিয়েও ব্যস্ত
যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে যারা বিতাড়িত
ছিন্নমূল ও ফুটপাথে রাতদিন কাটাচ্ছে
মুক্ত আকাশের নিচে ঠকঠক করে কাঁপছে
শীতে শীতবস্ত্রের অভাবে, তারাও।
পুরাতন বর্ষকে বিদায় জানিয়ে জনগণ যখন
সাদরে তোমাকে জানাতে আমন্ত্রণ
বাজির শব্দ ও আলো ছড়াবে আকাশের বুক চিরে
তাতে যে উত্তাপ ছড়াবে
ছিন্নমূল যাদের ঠাই এখন ঘরের বাইরে
নয়তো ন্যায্য চাকরির দাবিতে যারা ফুটপাতে
তারাও দুঃখকষ্ট ও ক্ষোভ বুকে চেপে উঠবে তেতে
তোমাকে এই শুভক্ষণে স্বাগত জানাতে
এসো ইংরেজি নববর্ষ ২০২৪, তোমাকে স্বাগত।