বলবো কী আর
তাদের চিন্তা-চেতনা বিঁধেছে কাঁটায়।
তবু ভাবছে তারা এমন দশা হলেও
কী আসে যায়?
ভোট এসেছে। ঝড়ও উঠছে। এখন
ঘর সামলানো দুরস্ত, এই বুদ্ধিভ্রষ্টরা
নিজেরাই নিজেদের খুনখারাবিতে
ব্যস্ত। তারা ইতস্তত ও করছে না
নিজেদের করতে খুন জখম।
পরিণতি? জখম হচ্ছে যারা তারা
ঝাপটা মারছে ডানা কাটা পাখির
মতো।
এসময় তারা কালসাগরে সাঁতার
কাটছে বটে তবে সামনে এগিয়ে
যাবে? সে অমূলক ভাবনা।
অক্টোপাসের মতোই তাদের দশা।
জলে সাঁতার কেটে সামনে যেতে
চাইলেও অক্টোপাসের মতো যায়
পিছিয়ে।