সেদিন এক শহরাঞ্চলে যাবার সময়
দূর থেকে নজরে এসেছে পথের পাশে এক ভাগাড়ে
খাবারের সন্ধানে পৌঁছেছে কয়েকটা নেকড়ে।
জন্তুগুলো সেখানে পৌঁছে একটুও বসে নেই
মৃত এক পশুকে নিয়ে করেছে টানাটানি।
তখনি কাকেদের তৎপরতার শুরু
ওরা সদলে সেখানে উড়ে এসে ,বলা ভালো,
সেই খাবারের ভাগীদার হতে তৎপর হলো
কিন্তু সেটি কি অর্জন করা যায় সহজে?
মাংস ছিনিয়ে নেওয়ার ওদের প্রচেষ্টা আসেনি কাজে।
লাজে মুখ ঘুরিয়ে সরে পড়তেও রাজি হওয়া দুরস্ত
কে জানে, ওদের মনে জাগলো কিনা যুদ্ধ জয়ের স্বপ্ন
দেখেছি নেকড়েদের তাড়া খেয়েও
অদূরে এক মরা গাছের ডালে বসে
ওরা কা-কা করে গলা ফাটিয়ে করেছে চিৎকার।
ভাবখানা ওরাও বুঝে নিতে চেয়েছে ওদের অধিকার।