ও তহবিলদার! এ কী হলো!
শুনতে পেলে কাকাতুয়া উড়ে এসে কী বলে গেল?
বললো পাখি, একশ' দিনের কর্মীদের কাজের
হাজিরার খাতা থেকে নাকি জানা গেল
ঝুড়ি কোদাল বেলচা নিয়ে অশরীরা এসে
দেহধারী শ্রমিকদের সাথে মিলেমিশে
এই সরকারী প্রকল্পের কাজ করে
পাওনা মিটিয়ে নিয়ে ফুড়ুৎ করে উড়ে চলে গেল।
হলো কী?
দেখছ এখন তোমার শূন্য কোষাগার?
আর দেহধারী শ্রমিকেরা তাদের মজুরির দাবিতে
গলা ফাটিয়ে করছে চিৎকার?
ও তহবিলদার! তোমার এই কাজের নজরদারেরা
কাজের সময় করলো কী?
কাজের নজরদারী করতে এসে
গনগনিতে বসে শিলাবতী নদীর মনোরম
প্রাকৃতিক সৌন্দর্যের মূর্ছনায় বিভোর ছিল কি?
নাকি কেউ তাদের চোখে পড়ালো ঠুলি?
ও তহবিলদার! বলো, এখন করবে কী?