পুঁটি মাছ চাষ করতে দেখে কেউ করলেও বিদ্রূপ
শোনো ভাই, এই মাছ চাষে সুবিধা খুব
বড়শিতে জুড়ে দিলেই ভালো টোপ পুঁটিরা এসে
সেটি গিলতে কাড়াকাড়ি করে খুব।


ওরা অতি লোভে টোপ গিলবে না সেতো হয় না
টোপ গিলতে গেলে বরাতে জুটবে কী নেই সে ভাবনা
ভাবেনা গলায় বিঁধলে কাঁটা তখন পুঁটি করবে কী?
গলার কাঁটা ছাড়াতে চাইলেও মুক্তি তো জোটে না।


অতি লোভের এমন নজির রোজ কম তো দেখি না
এভাবে টোপ গেলার পরিণতি দেখেও শেখে না
হায়রে, কেন যে এর পরিণতির প্রবাদও যায় ভুলে!
কে জানে, দেখতে হবে আরও ক’জনের মরণ যন্ত্রণা।


পুকুরে চার ছড়িয়ে ছিপ ফেললে যে কেউ দেখতে পাই    
অতি লোভে পুঁটিমাছ গুলো এসে বড়শিতে মারে ঘাই
গলায় বিঁধে কাঁটা ওরা একে একে পড়েও ধরা
যে যা বলো ভাই, শেষে তপ্ত কড়াই-এ ওদের ঠাই।