যা পাওয়ার ছিল না
যেন দৈবের বশে সেটি হাতে পেয়ে
হলে একেবারে আহ্লাদে আটখানা
কোনও অসাধ্য সাধন করতে হলো না।
বিনা ভাবনায় হুজুগে মানুষগুলো
তোমার হাতে ধরিয়ে দিলো সুদৃশ্য 'পেন্ডোরা বাক্স'।
সেটি হাতে পেয়েই
তুমি তখনি গা-ঝাড়া দিয়ে উঠে
একেবারে শিশুসুলভ ভঙ্গিতে
সারা বেলা সেটি নিয়ে করলে নাড়াচাড়া।
এই অবধি করলে অনেক খেলা
এবার বগল বাজিয়ে এই বাক্স খুলতে
নড়েচড়ে বসলে।
আকাশ ঢাকছে কালো মেঘে
হয়তো সংকট শিয়রে,
এই 'প্যান্ডোরা বাক্স' খুললে
কি জানি কী বেরিয়ে আসতে পারে!