দেখছি স্বার্থের সুরা পান করে সে করলো কি?
বনানী সদৃশ জনারণ্যে আগুন লাগালো নাকি?
দেখে আগুনের লেলিহান শিখা
অদ্ভুত তার হাসি যায় না রোখা
কালের আবর্তে সে পাঁকে পড়বে ভাবলো নাকি?


হলো কি? তাকে ডেকে যে কথা বললো বিদুষী
সেটি শুনে মিলিয়ে গেলো কি তার মুখের হাসি?
‘পাঁকে আটকে পড়লে যেমন হয়,
জমিন ফিরে পাবে কি করে, ভয়?’
দুষ্কর্ম করলে পাঁকের বাঁধন তাকে ধরবেই কষি।


দেখছো উঠছে ঝড়, নৌকার পাল ছিঁড়ে চৌচির।
মাঝি তরী বাইবে কী? সেটি সামলাতেই অস্থির।
পড়ছে যেন এখন দুঃসময়ের পাঁকে
কুকর্মের কারণে কে বাঁচাবে তাকে?
বিপাকে পড়ে বুঝবে নদী চিরকাল থাকেনা স্থির।