ও সারসী, হলো কী?
খুক খুক করে কাশছ কেন? হলো কি হুপিং কাশি?
নাকি বিশাল এই সরোবরের সব মাছ গব-গবাগব
গিলে খেতে গিয়ে গলায় বিঁধেছে কাঁটা?
কষ্ট হচ্ছে বলতে কথা?
ঢোক গিলতেও কষ্ট হচ্ছে?
এ কাঁটা রাতের ঘুমও কেড়ে নিচ্ছে?
দিনে রাতে কেশে কেশে হচ্ছো হয়রান?
মনে হচ্ছে এখনি বেরিয়ে যাবে প্রাণ?
ফুলছে গলা কাঁটার বিষে?
পাচ্ছো না এ সমস্যা থেকে উত্তরণের কোনও দিশে?
ভাবছো, করতে হবে অস্ত্রোপচার?
নয়তো ভর করে থাকতে হবে বিধাতার উপর?
বলছে কাকাতুয়া,'শুনেছে এস এস কে এম হাসপাতালে
পশুদের চিকিৎসারও সুব্যবস্থা আছে
ইদানীং কুকুরের ডায়ালিসিসও হচ্ছে।'
বলি, খোঁজ নিয়ে দেখো
যদি সেটি সত্যি হয়, তবে সেই হাসপাতালের
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারো।