বাদলদিনে জলে থৈ থৈ করলো যখন পাঁক পুকুর
দেখেছি সেথায় সাঁতরে এলো অনেক সিঙি মাগুর।
পাঁকালগুলো পাঁক গিলে হলো খুব খুশি
উল্লাসে মুখেও ঝরালো গাল ভরা হাসি!
এ কাণ্ড দেখে গাছে ঝুলে থাকতে পারে কি বাদুর?


শুনেছি ওরা গাছ থেকে নেমে এলো আঁধার রাতে
পাঁকালদের সাথে সন্ধি করে বসলো বন্ধু পাতাতে!
ঘোর অমাবস্যায় মিতালি করলো হেসে
কাকতাড়ুয়া তখন সেদিকে চেয়ে আছে।
বাদুরগুলো গায়ে পাঁক মাখালো ওদের বন্ধু হতে।


ভেবো না সে ঘটনাগুলো সবই হয়েছে এখন বাসি
কাকতাড়ুয়ার নজরে পড়ে ওরা খেলছে কানামাছি।
সাঁড়াশি হা-করে আছে কামড়ে দিতে
কে জানে কী আছে যে ওদের বরাতে!
যা দিনকাল ধরা পড়লে সাঁড়াশি ধরবে কি কষি’?


আসরের কবি শম্পা ঘোষের কবিতা 'পুকুর ভাবে সাগর হবো, তাং-১৯/১২/২০২২'  পড়ে
উদ্বুদ্ধ হয়ে লেখা এই কবিতাটি কবি শম্পা ঘোষকে উৎসর্গ করলাম।