শুনেছে সে শৈশব থেকে পরশ পাথরের
পরশে লোহাও সোনা হতে বিলম্ব হয় না
মোটে।ফিনিক্স পাখির মতো দুর্লভ এবং
বস্তুত বহুমূল্যবান তো বটে!সুজলা সুফলা
শস্য শ্যামলা মাতৃভূমির জন্যই কত শত
সহস্র মানুষ তো রোজ মাথা কুটে মরে।
তেমন কিছু হলেও ক্ষতি কি?সন্ধানী মন
নিয়ে অপু-দুর্গার মতো সে একা বেরলো
বটে পরশ পাথরের খোঁজে কিন্তু কোথায়
সেই অমূল্য রতন?ভাবলো,মহামানবদের
দেশ থেকে কি হারাতে বসেছে?
যদি অমূল্য রতন জোটে, সেজন্য তল্লাশি
মন অবশেষে নদীর উৎস থেকে মোহনা
অবধি খুঁজেও পায়নি অমূল্য পরশ পাথর।
হায়রে,এ কী দুঃসময়! ভূ ভারতেও সেটি
জোটেনি এই সময়।তবে কি স্বদেশ থেকে
হারিয়ে গেছে সব পরশ পাথর?তবে কি
সোনার দেশের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে?