বলেছি তাকে
তুমি যে স্বভাব দোষে অতিশয় দুষ্ট সেকথা
মস্ত বড়ো আহাম্মক ছাড়া কে না জানতো?
লোকে বলে পথে বেরলে বরাতে না-জুটলে
সহজগম্য পথ জীবন সংশয়ের মতো কত কী
ঘটতে পারে!
মসৃণ সোজা প্রশস্ত পথ কি খুব বেশী জোটে?
কে না জানে বহু পথ সরু, আঁকাবাঁকা সহ
খানাখন্দে ভরা।
তা ছাড়া চড়াই উতরাই সহ দুর্গম গিরিপথ
কিবা হিংলাজগামী মরু পথের মতো কোনো
পথও ভাগ্যের দুয়ারেও কড়া নাড়তে পারে।
কোন পথ কেমন সে ও চেনা দুষ্কর।
সঙ্কর প্রজাতির বিজ্ঞরা এ বিষয়ে সচেতন।
শুনেছি পথের স্বরূপ না জেনে তারা অজানা
অচেনা পথে পা বাড়ায় না কখনো।  
শৃগালের মতো সুচতুর কেউ হলে তো আর
কথাই নেই। সে পা বাড়াবে না কখনো।
পথ, যাই বলো, আজ মুখ পুড়িয়ে আবারো
সে সত্যতা প্রমাণ করলে।