ভোটের কাল ঘনিয়ে এলে     এই দেশের কতক ছেলে
                  রোজ মাটির গন্ধ শোঁকে
ভোট যুদ্ধে জেতার লাগি     উপায় খোঁজে রাত্রি জাগি
                  ছড়িয়ে পড়ে দিক বিদিকে।


টহল দেয় সকাল সাঁঝে      এই সমাজের ভাঁজে ভাঁজে
                  প্রহরী যেন কৃপাণ হাতে
প্রতিযোগিতায় খুব ভয়      তাই চলে রক্ত ক্ষয়                
                  নখর যথা আঁচড় কাটে।  


ভোটার দের ভয় দেখানো    এটাই এখন নিয়ম যেন    
                  চলে নিয়ত জুলুম বাজি              
ছিপে ই মাছ ধরবে বলে     প্রলোভনে র টোপ টি ফেলে  
                  দেখে ক’জন গিলতে রাজি।

জনগণের বিবেক ভোট      ব্যাপক হারে হয় লুট
                ভোটের দিন সারাটা বেলা
ভোটের রায় ঘোষিত হলে    তবুও যেন নিয়ত চলে
                 ক্ষমতা দখলে ছলা কলা।


ধরতে চায় রথের রশি      টান দিতে ই হিসাব কষি
                 সটান দাঁড়ায় পালা করে
চলে নানান মজার খেলা     চারদিকে তে বেলা অবেলা
                 জিতলো যারা তাদের ধরে।


সুযোগ পেলে নিয়ম করে     বিজয়ী দের জাপটে ধরে
                চলে দল বদলের খেলা।
রাজপাট ও বদলে যায়       সব ঘটে কারো ইশারায়    
               বসে উল্টো রথের মেলা।  


সইতে নারি গায়ের জ্বালা     তাইতো আজ ভাবার পালা      
              ঘটবে কি যে পরের ভোটে
যাদের আছে ভাবার দায়     তারা যদি ঘুমিয়ে কাটায়            
               নাও বইবে কোন স্রোতে?            


ভাবি,ভোট হবে চারদিকে     এসব যদি চলতে থাকে      
               ক’জন যাবে ভোট টি দিতে?
বিবেক ভোট মান হারালে      গণতন্ত্র ডুববে জলে
                বাঁচবে কি সে কোন মতে?


দেখবে শেষে রাজা উজির      ভোটের লাইনে নেই ভিড়
                 বলবে সবে মুচকি হেসে  
ছেলে খেলার ও সীমা আছে     নেতারা সেটা ভাবুক বসে    
                   প্রহসন টা ঘুচুক শেষে।