শিশু মায়ের কথা শুনে        ভাসায় তরি আপন মনে
                মা বলে সে প্রথম ডাকে        
একে একে ফোটে বুলি মাতৃ ভাষায় কথাকলি
              শেখে সে তার মায়ের থেকে।


মাকে ধরে কোলে বসে         ভাব বিনিময় করে সে
                 প্রাণের দিয়া জ্বলে ওঠে            
মায়ের ভাষা খুবই খাসা         শিশুকে দেয় আলোর দিশা        
                মনের রসদ তারি সাথে।                


জ্ঞান আহরণে মাতৃভাষা         সুধা সম ক্লান্তি নাশা      
              এই কথাটিতে নেই কো ছল
এই ভাষায় কথোপকথন         ঠিক যেন প্রাণবায়ুর মতন          
               যোগায় নিয়ত অশেষ বল।
                    
মাতৃভাষা মা-র অশেষ দান       সব জাতির উন্নতির সোপান                                  
               স্মরণে সেটি রাখবো ভাই     
ভাষা শহীদ হলেন যারা          চির স্মরণীয় তারা
               অন্তরে তাদের দেবো ঠাঁই।
                  
নানান ভাষা বিশ্ব জুড়ে   থাকুক সবই সমাদরে
      ঠাঁই দেবো তাদের অন্তরে       
শিখবো যত জাতির ভাষা     ভাবের বিনিময় হবে খাসা          
             লাগবে কাজে জ্ঞান বিস্তারে।          
    
ভাসাবো তরি জ্ঞান সাগরে ভিন ভাষাদের রসদ ভরে
              ফিরবো মোরা নিজের ঘরে
জুড়বো শেষে ভাষার বাঁধন     কাব্য গড়বো মনের মতন  
                নিত্য নতুন অলঙ্কারে।