আবেগ,যুক্তির গায়ে মেরেছে ছোবল
কালনাগিনী র দংশনে সে জ্ঞানশূন্য,মৃতপ্রায়।
বিষাক্ত দেহটা কালাপানি র বুকে
লখিন্দরের মতো ভাসছে ভেলায়।  
আকাশটা মেঘাচ্ছন্ন,ঝড় আসছে তেড়ে।
কত গুলি হাঙর ছুটছে তীর বেগে
শকুনেরা ঘুরপাক খাচ্ছে আকাশে
এই দেহ কে নিশানা করে
তীব্র প্রতিযোগিতা শকুন ও হাঙরে
কে আগে তার হৃদয়টাকে খুবলে খাবে।