সেদিন বেজেছিল যে গানের সুর        
তালে লয়ে শোনাত শ্রুতিমধুর        
তাকে নিয়ে এতো টা দুর্ভাবনা        
হতে পারে সেটা জানা ছিলনা।      


লক্ষ্মণ রেখাটিকে অতিক্রান্ত সীতার      
দশা।ভুগতে হলো চরম দুর্দশা      
ভুক্তভোগী জানে সেটা।বাকীরা      
ভাবছে তার শুচিতা অশুচিতা।  


আজকে তবলচীর ব্যর্থতার দায়ে    
বেহালা বাদক কাটাচ্ছে সংশয়ে।  
তালে লয়ে অতিশয় বিঘ্ন ঘটায়        
বিফলে যাচ্ছে এই গানের সম্ভার।
  
ফুঁসছে সৃষ্টি-সিন্ধুর জল ধারা  
হত চকিত সব বিজ্ঞ জনেরা।  
গানের বিশ্রী সুরে কান ঝালাপালা        
দ্রোহে বদলে গেছে মঞ্চের চেহারা।


তবুও থামছে না এই তবলা বাদক  
সুর চড়াচ্ছে অবিরাম মঞ্চে বসে।
ওহে বাদ্যবাদক,বলতে কী পারো  
এই গান শুনে ক’জন বধির হলো?


থামাও এখন অশুদ্ধ বাদ্যি বাদন  
তারা খসাও বন্ধ হোক এখন  
মঞ্চে বেজে উঠুক সুরের লহরী    
এটাই জনগণের প্রত্যাশা ভারী।