ওই যে, গটগট করে হেঁটে এদিকে আসছেন রাজা
হাঁটতে গিয়ে খুলেছে তার ধুতির কাছা, এ কী সাজা!
পাঁজা কোলে তাকে নিতে যেতে হবে হাসপাতালে
ধুতি পায়ে বেঁধে মাটিতে লুটিয়ে পড়ে ভাঙলে মাজা।

দুর্গা, দুর্গা এমনটি না হোক!
রাজা- প্রজা, কারুর কপালে জোটে না যেন এমন দুর্ভোগ।
তবে বিপত্তারিণী মুখ ফিরিয়ে নিলে, এমন ঘটনা যদি ঘটে
দুঃখ ঘোচাতে পারবেনা কেউ, থাকলেও সাথে হাজার লোক।

সেই ভেবে চোখে ঘুম নেই রাজার অনুগত কেষ্টার
বারবার পাচ্ছে তার খুবই জল তেষ্টা।
এদিকে কাছা সামলাতে অপারগ, রাজা পড়েছেন ফাঁদে
তাকে বাঁচাতে কেষ্টা করে যাচ্ছে ভয়ানক চেষ্টা।

গলা ছেড়ে ভয়ানক চিৎকার করে বলছে সে,
‘ওরে, রাজার ধুতির কাছা সামলাতে কে আছিস পাশে?
থাকলেও দূরে দৌড়ে এসে তুলে ধর রাজার ধুতির কাছা
যেন মাটিতে লুটিয়ে পড়ে না- ভাঙে রাজার মাজা।

একথা কানে যেতেই দৌড়ে আসছে শিরদাঁড়াহীন ক’জন
তারা তো সবাই রাজার একান্ত আপন বাছাধন
এই সময় তারা রাজার কাছে এসে গেছেই যখন
বোধ হয় লাগবে না আর কারোও প্রয়োজন।

তারা চাইবে-না রাজার ধুতির কাছা মাটিতে লুটিয়ে পড়ুক
তারা তুলে ধরবেই তার ধুতির কাছা যতই সে তিরস্কার করুক
রাজার চলার পথে পেতে দেবেও তারা সুদৃশ্য গালিচা,
এটাই স্বাভাবিক, তারা তো সবাই রাজার লোক।