কত রাত বেমালুম স্বপ্ন দেখে কাটিয়েছে।
দেখেছে স্বপ্নে রাজমুকুট পড়ে সিংহাসনে বসেছে।
সকালে সে কথাই যখন ভেবেছে মনে মনে
তখনি মন করেছে আনচান
ভেবেছে ললাটে কী যে লেখা আছে বিধির বিধান!
যদি লেখা থাকে সেটি অধরা থাকবে কি?
সে কথাও ভেবেছে ,বৈকি।
আজ সাতসকালে ঘরে বসে ভেবেছে,'এখন কী করি?
স্বপ্ন অধরা থাকলে মনে জমবে কষ্ট ভারী'।
তড়িঘড়ি নেমে পড়েছে এমনি জনসেবামূলক কাজে
সে কেবল জনদরদীদেরই সাজে।
বৈশাখের তপ্ত রোদে দহে
মাঠে-ঘাটে কম আওড়েছে কি বুলি?
খালি গলায় গেয়েছে কি কম গান?
তবুও কারো কাছে চায়নি কোন দান।
এখন যমুনাতে এসেছে বান
তার মনও করছে আনচান
নদীর বক্ষ চিরে উজানে যাওয়ার সাধ জেগেছে।
বলছে, 'সেবকেরা, তোরা কে কোথায় আছিস?
রাজসিংহাসন যখন হাতছানি দিয়ে ডাকছে
এখন তোদের বলছি সরাসরি
তোরা থাকিস না আর বসে,
করিস না মোটেও দেরি
সকলে হাতে হাত মিলিয়ে আমার জন্য
গড়ে দে একখানা সোনার তরী'।