কত কী প্রতিনিয়ত ঘটছে দেশে বিদেশে।
বললো কাকাতুয়া, দেশবিদেশে ঘুরতে
গিয়ে কোথায় দেখলো কী।
কোনও এক দেশে গিয়ে সে নাকি দেখেছে
দুয়োরাণী রাজসিংহাসনে।
সে সময় ক্ষণে ক্ষণে আকাশে দেখা দিলো
বিদ্যুতের ঝলকানি, জ্যোতির্বলয়েও অশুভ
চিহ্ন! সে ঘটনা বিদীর্ণ করলো পাখির বুক।
মনে ভয়, কী জানি কখন কী হয়! ভয়ে সে
ঘুলঘুলিতে বসে দেখলো, রাণী ঘামছে যেন
উৎকণ্ঠায়। অনর্গল ঘাম ঝরছে তার গণ্ডদেশ
বেয়ে।
হয়তো ভেবেছে রাণী, ‘বিশ্বাস কী? হতেও
পারে কত কী! সমুদ্র উত্তাল হলে সুনামিও
হতে পারে।
সন্ধ্যা আসন্ন। আকাশে যেন মেঘের বন্যা।
ঝড়ের সম্ভাবনা দেখেই ভাবলো কাকাতুয়া,
‘ভাগ্যিস, এখনও শুরু হয়নি প্রবল ঝড়।
তবুও দুলছে এ রাজপ্রাসাদ, উত্তাল সমুদ্রে
জাহাজের মাস্তুলের মতো। ঠক ঠক করেও
নড়লো, সে যেন এক তাসের ঘর’।
ভাবলো পাখি, ঝড়ের আগেই এ দশা হলে
প্রলয়কারী ঝড় শুরু হলে তখন রাজপ্রাসাদ
রক্ষা পাবে কি?