নিয়তির দরবারে এক অশীতিপর    
চোখে তাঁর চিড়ধরা চশমা ধূসর।  
অশক্ত শরীরে বসলেন বেলাশেষে    
একেবারে দক্ষিণ দুয়ারটির পাশে।
      
তাঁর সম্মুখে এক উন্মুক্ত জানালা  
সেপথে দেখেন প্রকৃতির রঙ্গ-লীলা।  
পাশের বৃক্ষে পাখীসব করে খেলা  
কলকাকলি করছে ওরা এইবেলা।

সংলগ্ন একটি সুবিশাল মাঠ জুড়ে  
আলো-আঁধার যুগপৎ ঢলে পড়ে।  
নানাবিধ প্রজাতি আসে দলে দলে      
মাঠ-দখল লয়ে ওদের কলহ চলে।

আঁধার ঘনিয়ে আসে ধীরে ধীরে  
অমানিশার আকাশটা চোখে পড়ে।  
ঘন আঁধারে উল্কাদের বাড়বাড়ন্ত  
ওরা পাড়ি দিতে চায় দূর-দূরান্ত।
  
বৃদ্ধ চশমায় দেখেন গগনের রূপ    
উল্কা তারা-দলকে করছে বিদ্রূপ।