পাহাড়ি রাজ্য সপ্ত-ভগিনীর এক, ত্রিপুরা।
সারা রাজ্য জুড়ে পাহাড় ও বনানী নিয়ে
বেশ আছো সুসজ্জিত মনোরম সাজে।
লাজে রাঙা চিত্রা হরিণের মতো তোমার
রূপের মাধুর্য! পাহাড় গাত্রে শোভা বর্ধক
সর্পিল পথ শরীরের ভাঁজে ভাঁজে।
স্মৃতিতে অমলিন শৈশবে সস্নেহে আমাকে
নিয়েছো কোলে তুলে। আজিকে, মনে কি
পড়ে তোমার শাড়ির আঁচলে মুখ ঢেকে
রোজ খেলেছি কত লুকোচুরি? শৈশবের
সেই স্মৃতিসুধা রোমন্থনে আজও আনন্দে
খাই গড়াগড়ি।
বাংলা কবিতার আসর দিয়েছে পরিসর
বিলতে এ সন্দেশ। কৃতজ্ঞ, কর্তৃপক্ষের
কাছে। রেখে গেলাম শুধু কিছু অব্যক্ত
কথাকলি, কথার ডালি সাজাতে এসে।


        (বাংলা কবিতা স্মারক)