ছেলেখেলা  (১)
দুষ্ট বানরের হাতে ধরালে ঘুড়ির লাটাই    
ঘুড়ি মুখ থুবড়ে পড়বে সন্দেহ কি তাই।
মানুষের জীবন জীবিকা অস্থির অবস্থায়    
তবু দুষ্কৃতিদের ছেলেখেলার বিরাম নাই।


            রাজনীতির চক্করে (২)
অনিত্য-বহ নদীনালায় গড়ে ওঠে পাঁকের বসতি  
শৈবাল-দাম জন্মাবে সেথায় এটা ওদের নিয়তি
রাজনীতির ঘোলা জলের চক্করে অজস্র কর্মহীন
দুষ্কৃতিদের তাণ্ডবে বেকারদের সইতে হয় দুর্গতি।