বুঝলি ভোলা, মূল্যায়ন করতে পারিস
তোদের মতো ছা-পোষাদের জীবনের মূল্য কত?
হয়তো ভাবতেও কষ্ট হচ্ছে?
তবে বলি শোন,
মুরগীর ছানাদের চেয়ে বেশি তো নয়
হয়তো আরও কম হবে
তবে জেনে রাখ কানাকড়ি দিয়ে তোদের কিনেছি
এবার তোদের মূল্য মালুম হলো কি?
তোদের রাখি কোথায়?
সেই ভাবনা মাথায় চেপে বসলো যখন
দরিদ্রদের জলাজমি হাতিয়ে নিয়ে গড়েছি আবাসন
ভাবছিস, সেগুলি কতটা শক্ত পোক্ত?
সেটি বুঝে নিতে এখনো অশক্ত?
ভাবছিস, ভেঙে পড়বে নাতো যখন তখন?
বলি শোন, রাখবো তো ছা-পোষাদের,
তোদের কিবা দর? করতে হবে সমাদর?
আবাসন ভেঙে চাপা পড়ে মরলে কি আসে যায়?
ভাবছিস, নিতে হবে দায়?
তবে এতকাল করেছি কী? শিখিনি কি ছলাকলা?
প্রশিক্ষণ নিয়েছি রোজ দু’বেলা।
ভাবছিস, সেটি গড়তে যদি বেনিয়ম ধরা পড়ে?
ওরে ভোলা, সেই কাজটি করবে কে?
যারা তদারকি করবে তাদের চোখে ঠুলি পড়িয়েছি
বাদবাকি? তারা জানে আমি কত ক্ষমতাবান।
তারা প্রতিবাদ করবে? সেই সাধ্য আছে নাকি?