দেখছি অতি বিস্ময় সহকারে    
ছিন্ন ধমনী থেকে প্রতিনিয়ত    
বহমান শোণিত ধারার মতো    
সাইফন নল বেয়ে জল পড়ে।  
  
উপর পাত্রের জলের গভীরতা    
জীবের আয়ুষ্কালের মতো কমে  
নির্দয় মহাকালের ঘোর প্রশ্রয়ে
অচিরে শূন্যতে আসবেই নেমে।  


তলদেশে বহে জলের নির্গমন    
ধারা দুখীর দীর্ঘশ্বাসের মতো।    
নির্গত জলরাশি সাগরের জলে  
অস্তগামী সূর্যটি ডুববে সতত।