সূচের ফোঁড়   ভাবনা জোড়
        যায় গো বহে            
কটু ভাষণ    তপ্ত তাপন
         জীবন দহে।

ঢাকের বাজ’    ভোটের সাজ
         মাতাল করে
পাবন শেষে    বিজয়ী হেসে
         যায় গো সরে।


তাদের ভাবনা   রূপসী ছলনা
          গগনে ওড়ে
আলোর বাহারে   শকুন ভাগাড়ে    
          লুটিয়ে পড়ে।          


সকল বাজারে    দামের বহরে
          মাথা টি ঘোরে
অভাবী মানুষ    ভোটের ফানুস
          ভুগছে জ্বরে।  


খিদের তাড়না    অশেষ যাতনা      
          অভাবী র ঘরে।
নেতার চেতনা    বেকার ভাবনা  
         মাথা কুটে মরে।      


দীনের ভাবনা    কামনা বাসনা  
          ডুবছে জলে
দুখী র স্বপন     ঘুমায় তখন  
          সমাধি তলে।