শহর-গঞ্জের হাটে,মাঠে রোজ শুনি
সমাজ-সভ্যতা বেগবান স্রোতস্বিনী,  
বহিছে নিয়ত যেন মন্দাকিনী নদী  
সাগর-সংগম মুখে ধায় নিরবধি।
‘সমাজের-অগ্রগতি’ চর্বিত-চর্বণ      
যথা দেব-দানবের সমুদ্র মন্থন,
সুধা-গরল সবই ওঠে পাশাপাশি
মগজের স্মৃতিটাকেই ধরছে কষি’।


যেথায় বর্জ্য-স্তূপের পাশেই নিরন্ন    
মানুষ ও কুকুর জড়ো হয়ে অভিন্ন    
গলিত-বর্জ্য খাদ্যসামগ্রী কেড়ে নিতে    
লড়াই করে নিয়ত দৃঢ়তার সাথে,
সেই সমাজ-সভ্যতা নিয়ে আস্ফালন
যেন অপাচ্য-খাদ্য শুধু উদ্ গিরণ।