এক দিবসে  
দেশে বিদেশে   ঘোরার আশে
          ডানায় ভেসে
চললো টিয়া    দোসর প্রিয়া।      
  
         সেই বিকালে  
প্রিয়ার পাশে    শাখায় বসে                          
         গপপ কালে
জ্বাললো টিয়া   প্রেমের দিয়া।
      
         পালক ছুঁয়ে          
সোহাগ ভরে   পরখ করে          
        রইলো দু’য়ে
খোশ মেজাজে  গপপে মজে।


       ভাবলো জোড়ে
মনের ব্যথা    দুখের গাঁথা      
         লাঘব করে
ডুববে জোড়ে   প্রেম সাগরে।    


         দিয়ার শিখা
জাগলো ওরে   ভীষণ জোরে
         ললাট টিকা
সইতে না’ড়ে   কাঁপলো জোড়ে।


         উঠলো ঝড়    
হঠাৎ করে    ভীষণ জোরে
         মাটির ‌’পর
পড়লো প্রিয়া    দেখলো টিয়া।
      
        বসলো গিয়ে          
এক নিমেষে    প্রিয়ার পাশে  
         ঠোটটি দিয়ে        
টানলো তাকে   নিজের দিকে।  


         জাগলো নাকো
তাহার প্রিয়া    মনের দিয়া
         প্রাণের সাঁকো    
একটি ঝড়ে   গেলই ছিঁড়ে।