শুনেছি এই তো সেদিন
ক’জন চোর গৃহস্থদের ঘরে সিঁদ কেটে
তাদের সর্বস্ব চুরি করে চড়ুই এর মতো
ফুড়ুৎ করে সাত সাগরের ওপাড়ে উড়ে
যেতে শুরু করলো খুঁজে নিতে নতুন
ঠিকানা।
সেকথা জানাজানি হলে গৃহস্থরা তাদের
করলো ডাকাডাকি, তবু তারা সেদিকে
ফিরেও তাকালো না।
ভয়! কেননা চুরি করা এই মাল সমেত
গৃহস্থদের মুখোমুখি হলে কত কী কাণ্ড
ঘটতে পারে।
হয়তো চুরি করা সামগ্রী তাদের ফিরিয়ে
দিতে হবে। তাছাড়া উপরিপাওনাও হতে
পারে জেল ও জরিমানা।
এ ভাবনা একেবারে অমূলক না।
আকাশ ঢাকছে ঘন কালো মেঘে। মেঘের
গর্জন শুনে আঁতকে উঠলে ভয়ে? তবে কি
তুমিও তাদের দলে?
ভাবলে কি মনে মনে এখন প্রকৃতি বড্ড
রুষ্ট? এসময় বুক ভরে শ্বাস নিতেও বেশ
কষ্ট।
এভাবে এখানে বেঁচে থাকার চেয়ে যারা
উড়ে পালিয়ে গেল তাদের পথ অনুসরণ
করা ভালো।
সে কারণে কি পালানোর পথ খুঁজছো?